The details of all the corps and regiments of the Bangladesh Army and their complete details under the corps division are given below. Bangladesh Army । Bangladesh Army Job News
বাংলাদেশ সেনাবাহিনীর সব গুলো কোর এবং রেজিমেন্ট এর বিবরণ এবং সেইগুলো কোর ডিভিশন এর অধীনে তার সম্পূণ বিবরণ নিচে দেওয়া হলো :
বাংলাদেশ সেনাবহিনীর প্রশাসনিক কোর কে ৩ ভাগে ভাগ করা হয় সেই গুলো হলো :
১ , যুদ্ধ শাখা ।
২, যুদ্ধ সহায়ক শাখা ।
৩, সেবা সংক্রান্ত শাখা ।
নিচে এই শাখা গুলোর বিবরণ দেওয়া হলো :
কোর ২ টি হলো : ১, আমাড বা সাজোয়া কোর ।
২, আটিলারি বা গোলন্দাজ কোর ।
পদাতিক রেজিমেন্ট ২ টি হলো : ১, ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট ।
২, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ।
১ টি বিগ্রেড টি হলো : ১, প্যারা কমান্ডো ব্রিগেড ।
যুদ্ধ সহায়ক শাখা , সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করলেও যুদ্ধে অনেক বড় ভুমিকা রাখে এই শাখার সদস্যরা । কারণ একটা যুদ্ধ পরিচালনার জন্য আরো ানেক কিছুর প্রয়োজন হয় । তাই এই শাখার সদস্যদের ভূমিকা । অনেক বেশি এই শাখার মধ্যে রয়েছে হলো : ৫ টি সাহায্য কারি শাখা যারা কাজ করে এই শাখায় । এইগুলোর নাম হলো :
কোর ৫ টি হলো : ১ ,বাংলাদেশ আর্মি এভিয়েশন ।
২, আকাশ প্রতিরক্ষা গোলন্দাজ।
৩, সামরিক প্রকৌশল কোর।
৪, সামরিক গোয়েন্দা।
৫ , সিগন্যাল কোর।
সেবা সংক্রান্ত শাখা, এই শাখার কাজ হলো বাংলাদেশ সেনাবহিনীর যুদ্ধের সময় আহত সৈনিক এর সেবা করা এবং যুদ্ধের সময় দেশের সেবা করা । আর শান্তি কালীন সময় দেশের মানুষের সেবা করা পাশাপশি দেশের নানা রকমের উন্নায়ন মূলক কাজে অংশ গ্রহণ করা ছাড়া ও দেশের ভিতর কোনো প্রাকৃতিক দূযোগ এর পর সেবা প্রদান করা ইত্যাদি কাজ করে থাকে এই কোর এর অধীনে থাকা সকল সৈনিক এবং অফিসার । আর আমরা এই করোনার সময় এর সম্পূণ কাযকম আমরা দেখতে পারছি এই শাখার অধীনে অনেক গুলো কোর রয়েছে তার নামগুলো নিচে দেওয়া হলো :
কোর গুলো হলো : ১ , মিলিটারি পুলিশ কোর ।
২, আর্মি সার্ভিস কোর ।
৩, অর্ডন্যান্স কোর ।
৪, তড়িৎ ও যন্ত্রকৌশল কোর ।
৫, সেনা শিক্ষা কোর ।
৬, আর্মি মেডিক্যাল কোর ।
৭, আর্মি ডেন্টাল কোর ।
৮, সশস্ত্র বাহিনী নার্সিং কোর ।
৯, সেনা করণিক কোর ।
১০, জাজ অ্যাডভোকেট জেনারেল বিভাগ ।
১১, সেনা বাদক দল ।
১২ , অশ্ব, গবাদিপশু পালন এবং খামার কোর ।
১৩, প্রতিরক্ষা মন্ত্রণালয় কন্সটাবুলারি (সহায়ক আধা-সামরিক বাহিনী) ।
0 Comments