All titles from officer to sailor of Bangladesh Navy and .The work of their branch is discussed here. Position layout of Bangladesh Navy । Bangladesh Navy । Bangladesh Navy Ranks
বতমান সময়ে বাংলাদেশ নৌ বাহিনীতে ৩ ধরনের পদবি রয়েছে সবমোট ।
পদবি ৩ টি হলো যে, ১, কমিশন্ড অফিসার ।
২, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) প্রথম শ্রেণী(নন-ক্যাডার) ।
৩, নন কমিশন্ড অফিসার (এনসিও) পেটি অফিসার (২য় শ্রেণী) এবং নাবিক ।
১. কমিশন্ড অফিসার : যারা সরাসরি বাংলাদেশ নৌ বাহিনীতে কমিশন অফিসার হিসাবে ডুকে তাদের বলে:
১, এডমিরাল ।
২, ভাইস এডমিরাল ।
৩, রিয়ার এডমিরাল ।
৪, কমোডোর ।
৫, ক্যাপ্টেন ।
৬, কমান্ডার ।
৭, লেফটেন্যান্ট কমান্ডার ।
৮, লেফটেন্যান্ট ।
৯, সাব লেফটেন্যান্ট ।
১০, অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট ।
২, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) প্রথম শ্রেণী(নন-ক্যাডার) :
১, মাস্টার চিফ পেটি অফিসার।
২, সিনিয়র চিফ পেটি অফিসার ।
৩, চিফ পেটি অফিসার ।
৩, নন কমিশন্ড অফিসার (এনসিও) পেটি অফিসার (২য় শ্রেণী) এবং নাবিক :
১, পেটি অফিসার ।
২, লিডিং সীম্যান ।
৩, এবল সীম্যান ।
৪, অর্ডিনারি সীম্যান।
0 Comments