All the titles and details of Bangladesh Air Force are given below, Designations of Bangladesh Air Force । Bangladesh Air Force Rank । Bangladesh Air Force Rank And Salary
বাংলাদেশ বিমান বাহিনীর পদ বিন্যাস কে ৩ ভাগে ভাগ করা হয় । সেই গুলো হলো :
১, কমিশন্ড অফিসার।
২, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) ।
৩, নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং বিমানসেনা ।
১, কমিশন্ড অফিসার : হলো যারা সরাসারি বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার পদে নিয়োগ পাই এবং সেখানে ৩-৪ বছর ট্রেনিং এর মাধ্যমে সারসারি কমিশন পদ এই খানে সবোচ্চ পদ হলো এয়ার চিফ মার্শাল ( বিমান বাহিনীর প্রধান ) এবং সবনিম্ম পদ হলো : ফ্লাইং অফিসার ( কমিশন এর প্রথম পদ ) । নিম্মে সবগুলো পদ সম্পকে বলা হলো :
১, এয়ার চিফ মার্শাল ।
২, এয়ার মার্শাল ।
৩, এয়ার ভাইস মার্শাল ।
৪, এয়ার কমোডোর ।
৫, গ্রপ ক্যাপ্টেন ।
৬, উইং কমান্ডার ।
৭, স্কোয়াড্রন লিডার ।
৮, ফ্লাইট লেফটেন্যান্ট ।
৯, ফ্লাইং অফিসার ।
২, জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) : যারা সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষা কোরো নিয়োগ পেয়ে চাকরি তে ডুকে তাদের কে বলে । তাদের পদবি সমূহ নিচে আলোচনা করা হলো :
১, মাস্টার ওয়ারেন্ট অফিসার ।
২, সিনিয়র ওয়ারেন্ট অফিসার।
৩, ওয়ারেন্ট অফিসার ।
৩, নন-কমিশন্ড অফিসার (এনসিও) এবং বিমানসেনা : যারা সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ার ম্যান অথাৎ ( সেনাবাহিনীর সৈনিক সমতুল্য ) পদে ডুকে থাকে তাদের পদবি সমূহ হলো :
১, সার্জেন্ট ।
২, কর্পোরাল ।
৩, লিডিং এয়ারক্রাফটমম্যান ।
৪, লিডিং এয়ারক্রাফটমম্যান ।
0 Comments