The full details of the Bangladesh Air Force's application are discussed here. Bangladesh Air Force Job Circular 2021 । Bangladesh Air Force Exam Question
What is in the discussion is Abden's qualifications and detailed information on all matters
বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে প্রতি বছরে ১ বার নিয়োগ প্রকাশ করা হয় ।
এই নিয়োগ এর মধ্যে একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি শাখার যোগ্যতা আলাদা আলাদা হয়ে থাকে ।
পদগুলো হলো :
১, টেকনিক্যাল ট্রেড ।
২, চিকিৎসা সহকারি ।
৩, আইটি সহকারি ।
৪, এমটিওফ ।
৫, প্রভোস্ট ।
৬, নন- ট্রেকনিক্যাল ।
৭, নন- ট্রেকনিক্যাল ( খেলোয়ার )
শিক্ষাগত যোগ্যতা :
ট্রেকনিক্যাল ট্রেড : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান ।
চিকিৎসা সহকারি : এসএসসিতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান ।
আইটি সহকারি : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান ।
এমটিওফ : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.০০ / সমমান ।
প্রভোস্ট : এসএসসিতে যেকোনো শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান ।
নন- ট্রেকনিক্যাল ট্রেড : এসএসসিতে যেকোনো শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান ।
নন- ট্রেকনিক্যাল ( খেলোয়ার ) : এসএসসিতে যেকোনো শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান ।
বি.দ্র: চিকিৎসা সহকারি ট্রেডের প্রাথীদের জন্য MATS হতে ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী ব্যতীত অন্যান্য প্রাথীকে ২০১৮ সাল এর পরবতীতে এসএসসি উওীণ হতে হবে ।
নিবাচনি পরিক্ষার বিষয়সমূহ :
টেকনিক্যাল ট্রেড :
লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ও গণিত ।
অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ।
চিকিৎসা সহকারি :
লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ,গণিত ও জীববিজ্ঞান ।
অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ।
আইটি সহকারি :
লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ও গণিত ।
অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ও ব্যবহারিক ।
এমটিওএফ :
লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ও গণিত ।
অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ও ব্যবহারিক ।
প্রভোস্ট :
লিখিত পরিক্ষা :আইকিউ , ইংরেজি ও সাধারণ জ্ঞান ।
অন্যান্য পরিক্ষা : শারীরিক দক্ষতা যাচাই , স্বাস্থ্যগত এবং মৌখিক পরিক্ষা ।
নন - টেকনিক্যাল :
লিখিত পরিক্ষা :আইকিউ , ইংরেজি ও সাধারণ জ্ঞান ।
অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত এবং মৌখিক পরিক্ষা ।
নন - টেকনিক্যাল ( খেলোয়ার ) :
লিখিত পরিক্ষা :আইকিউ , ইংরেজি ও সাধারণ জ্ঞান ।
অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত , মৌখিক পরিক্ষা ও ব্যবহারিক পরিক্ষা ।
বি .দ্র : খেলোয়ার ও প্রভোস্ট ট্রেডের প্রাথীগণকে খেলা / শারিরীক দক্ষতা যাচাই পরিক্ষার জন্য খেলাধুলার পোষাক সঙ্গে আনতে হবে ।
বিশেষ যোগ্যতা :
ট্রেকনিক্যাল ট্রেড : যেকোনা স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।
চিকিৎসা সহকারি : MATS হতে ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।
আইটি সহকারি : কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।
এমটিওএফ : হালকা / ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা ও বৈধ ভ্রাইভিং লাইসেন্সধারী প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।
প্রভোস্ট ট্রেড : চৌকস চার - চলন অধিকারী প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।
নন - টেকনিক্যাল ( খেলোয়ার ) : আন্তজাতিক / জাতীয় / বিভাগীয় / জেলা পযায়ের খেলায় অংশগ্রহণ কারী প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।
অন্যান্য যোগত্যা :
জাতীয়তা : বাংলাদেশি পুরুষ ।
বয়স :
সকল ট্রেড : ১৬-২১ বছর ( ২৮ মাচ ২০২১ তারিখে ) ।
এমটিওএফ : সবোচ্চ ২৪ বছর ( ২৮ মাচ ২০২১ তারিখে ) ।
চিকিৎসা সহকারি : MATC সম্পন্নকারী দের জন্য সবোচ্চ ২৬ বছর ( ২৮ মাচ ২০২১ তারিখে )
বৈবাহিক অবস্থা : অবিবাহিত ( তালাক প্রাপ্ত নয় )
উচ্চতা :
সকল ট্রেড : নূনতম্য ১.৬৩ মি . ( ৫ ফুট ৪ ইঞ্চি )
প্রভোস্ট : নুনতম্য ১.৭৩ ( ৫ ফুট ৮ ইঞ্চি )
উজন : উচ্চতা ও বয়স অনুযায়ী ।
বুকের মাপ : নুনতম্য ৭৬-৮১ সে.মি . ( ৩০ ইঞ্চি - ৩২ ইঞ্চি )
চোখ : ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন।
0 Comments