Eligibility of application for Bangladesh Air Force As A Air Man. । Bangladesh Air Force Job Circular 2021 । Bangladesh Air Force Exam Question

The full details of the Bangladesh Air Force's application are discussed here. Bangladesh Air Force Job Circular 2021 । Bangladesh Air Force Exam Question
What is in the discussion is Abden's qualifications and detailed information on all matters 


বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে প্রতি বছরে ১ বার নিয়োগ প্রকাশ করা হয় । 

এই নিয়োগ এর মধ্যে একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি শাখার যোগ্যতা আলাদা আলাদা হয়ে থাকে । 


Bangladesh Air Force, Bangladesh Air Force Training, Bangladesh Air Force Job Circular 2021, Bangladesh Air Force Circular 2021, Bangladesh Air Force Exam Question, Bangladesh Air Force Job, Bangladesh Air Force Join, Bangladesh Air Force News, Bangladesh Air Force Apply, Bangladesh Air Force Base, Bangladesh Air Force Rank.


পদগুলো হলো : 

১, টেকনিক্যাল ট্রেড । 

২, চিকিৎসা সহকারি । 

৩, আইটি সহকারি । 

৪, এমটিওফ । 

৫, প্রভোস্ট । 

৬, নন- ট্রেকনিক্যাল । 

৭, নন- ট্রেকনিক্যাল ( খেলোয়ার  ) 


শিক্ষাগত যোগ্যতা : 

ট্রেকনিক্যাল ট্রেড : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান । 

চিকিৎসা সহকারি : এসএসসিতে জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় নূনতম্য  জিপিএ ৩.৫০ / সমমান । 

আইটি সহকারি : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান । 

এমটিওফ : এসএসসিতে বিজ্ঞান শাখায় নূনতম্য জিপিএ ৩.০০ / সমমান ।

প্রভোস্ট : এসএসসিতে যেকোনো  শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান । 

নন- ট্রেকনিক্যাল ট্রেড : এসএসসিতে যেকোনো  শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান । 

নন- ট্রেকনিক্যাল  ( খেলোয়ার )  : এসএসসিতে যেকোনো  শাখায় নূনতম্য জিপিএ ৩.৫০ / সমমান । 

বি.দ্র: চিকিৎসা সহকারি ট্রেডের প্রাথীদের জন্য MATS হতে  ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী  ব্যতীত অন্যান্য প্রাথীকে ২০১৮ সাল  এর পরবতীতে এসএসসি উওীণ হতে হবে । 

নিবাচনি পরিক্ষার বিষয়সমূহ : 

টেকনিক্যাল ট্রেড  :

 লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ও গণিত । 

অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা । 

চিকিৎসা সহকারি : 

লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ,গণিত ও জীববিজ্ঞান  । 

অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা । 

আইটি সহকারি :

লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ও গণিত । 

অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ও ব্যবহারিক । 

এমটিওএফ : 

লিখিত পরিক্ষা : আইকিউ , ইংরেজি , পদাথ বিজ্ঞান ও গণিত । 

অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ও ব্যবহারিক । 

প্রভোস্ট : 

লিখিত পরিক্ষা :আইকিউ , ইংরেজি ও সাধারণ জ্ঞান । 

অন্যান্য পরিক্ষা : শারীরিক দক্ষতা যাচাই , স্বাস্থ্যগত এবং মৌখিক পরিক্ষা । 

নন - টেকনিক্যাল : 

লিখিত পরিক্ষা :আইকিউ , ইংরেজি ও সাধারণ জ্ঞান । 

অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত এবং মৌখিক পরিক্ষা । 


নন - টেকনিক্যাল  ( খেলোয়ার ) : 

লিখিত পরিক্ষা :আইকিউ , ইংরেজি ও সাধারণ জ্ঞান । 

অন্যান্য পরিক্ষা : স্বাস্থ্যগত , মৌখিক পরিক্ষা  ও  ব্যবহারিক পরিক্ষা । 


বি .দ্র : খেলোয়ার ও প্রভোস্ট ট্রেডের প্রাথীগণকে খেলা / শারিরীক দক্ষতা যাচাই পরিক্ষার জন্য খেলাধুলার পোষাক সঙ্গে আনতে হবে । 


বিশেষ যোগ্যতা : 

ট্রেকনিক্যাল ট্রেড : যেকোনা স্বীকৃত কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে । 

চিকিৎসা সহকারি :  MATS হতে  ০৪ বছর মেয়াদী MATC সম্পন্নকারী  প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে । 

আইটি সহকারি : কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনদপ্রাপ্ত  এবং আইটি অভিজ্ঞতা সম্পন্ন প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে । 

এমটিওএফ : হালকা / ভারী যানবাহন চালনায় বাস্তব অভিজ্ঞতা ও বৈধ ভ্রাইভিং লাইসেন্সধারী প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে । 

প্রভোস্ট ট্রেড : চৌকস চার - চলন অধিকারী প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে । 

নন - টেকনিক্যাল  ( খেলোয়ার ) : আন্তজাতিক / জাতীয় / বিভাগীয় / জেলা পযায়ের খেলায় অংশগ্রহণ কারী  প্রাথীদের অগ্ররাধিকার দেওয়া হবে ।


অন্যান্য যোগত্যা : 

জাতীয়তা : বাংলাদেশি পুরুষ । 

বয়স : 

সকল ট্রেড : ১৬-২১ বছর ( ২৮ মাচ ২০২১ তারিখে  ) ।

এমটিওএফ : সবোচ্চ ২৪ বছর ( ২৮ মাচ ২০২১ তারিখে ) । 

চিকিৎসা সহকারি : MATC সম্পন্নকারী দের জন্য সবোচ্চ ২৬ বছর ( ২৮ মাচ ২০২১ তারিখে ) 

বৈবাহিক অবস্থা : অবিবাহিত ( তালাক প্রাপ্ত নয় ) 

উচ্চতা : 

সকল ট্রেড : নূনতম্য ১.৬৩ মি . ( ৫ ফুট  ৪ ইঞ্চি ) 

প্রভোস্ট : নুনতম্য ১.৭৩ ( ৫ ফুট  ৮ ইঞ্চি ) 

উজন : উচ্চতা ও বয়স অনুযায়ী । 

বুকের মাপ : নুনতম্য ৭৬-৮১ সে.মি . ( ৩০ ইঞ্চি - ৩২ ইঞ্চি ) 

চোখ : ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। 

 

Post a Comment

0 Comments