The full details of the application of the Education Officer of Bangladesh Air Force are discussed here. Eligibility for recruitment of Bangladesh Air Force Education Instructor and Cipher.
What is in the discussion is Abden's qualifications and detailed information on all matters
এখন আমরা বাংলাদেশ বিমান বাহিনীর শিক্ষা প্রশিক্ষক এবং সাইফার এসিস্ট্যান্ট এর আবেদন এর যোগ্যতা সম্পকে জানবো ।
শিক্ষাগত যোগ্যতা ( শিক্ষা প্রশিক্ষক ) : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদাথ বিজ্ঞান / গণিতসহ / বিজ্ঞান বিভাগে স্নাতক ড্রিগ্রি / সমমান - এ নূনতম্য সিজিপিএ ২.৫০ থাকতে হবে ।
অথবা ,
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পযায়ের নূনতম্য ৩০০ নাম্বাররে বাংলাসহ স্নাতক ড্রিগ্রি / সমমান - এ নূনতম্য সিজিপিএ ২.৫০ থাকতে হবে ।
শিক্ষাগত যোগ্যতা ( সাইফার এসিস্ট্যান্ট ) : স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি / বিকম / বিএ / সমমান - এ নূনতম্য সিজিপিএ ২.৫০ থাকতে হবে ।
অন্যান্য যোগত্যা :
জাতীয়তা : বাংলাদেশী পুরুষ নাগরীক ।
বয়স : সবোচ্চ ২৮ বৎসর ( একটা নিদিষ্ট তারিখে )
বৈবাহিক অবস্থা : অবিবাহিত / বিবাহিত ( তালাক প্রাপ্ত নয় ) ।
উচ্চতা : নূনতম্য ১.৬৩ মি. ( ৫ ফুট ৪ ইঞ্চি )
ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ : নূনতম্য ৭৮ হইতে ৮১ সেমি ( ৩০ ইঞ্চি -৩২ ইঞ্চি )
চোখ : ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন ( বণাদ্ধ গ্রহণযোগ্য নয় ) ।
নিবাচন পরিক্ষার বিষয় সমূহ :
শিক্ষা প্রশিক্ষক : লিখিত ( আই কিউ, ইংরেজি , সাধারণ জ্ঞান ) ; স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ।
সাইফার এসিস্ট্যান্ট : লিখিত ( আই কিউ, ইংরেজি , সাধারণ জ্ঞান ) ; ব্যবহারিক , স্বাস্থ্যগত ও মৌখিক পরিক্ষা ।
আবেদন এর অযোগ্যতা :
১, সেনা / নৌ / বিমান বাহিনীর অথবা কোন সরকারি হতে বরখাস্ত / অপসারিত / স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ ।
২, যেকোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কতৃক দন্ডপ্রাপ্ত ।
0 Comments