Eligibility for appointment and joining the post of Officer of Bangladesh Navy । Bangladesh Navy Circular 2021 । Bangladesh Navy.Mil.Bd

The details of the application of the officers and naval cadets of the Bangladesh Navy are discussed here. Eligibility for appointment and joining the post of Officer of Bangladesh Navy । Bangladesh Navy Circular 2021 । Bangladesh Navy. Mil. Bd.
What is included in the discussion is the eligibility of the application and detailed information on all matters

 এখানে আমরা বাংলাদেশ নৌ বাহিনীর অফিসার পদের নিয়োগ নিয়ে আলোচনা করবো : 

বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার পদে এক বছরে দুইবার নিয়োগ দেই । 


Bangladesh Navy, Bangladesh Navy Training, Bangladesh Navy Circular 2021, Bangladesh Navy Anirban, Bangladesh Navy Ship, Bangladesh Navy Submarine, Bangladesh Navy News, Bangladesh Navy Officers Circular 2021, Bangladesh Navy Naval Cadets Circular 2021,


যা ব্যাচ -A এবং ব্যাচ - B হিসাবে থাকে যদি ও দুইটা পদে আবেদনের যোগ্যতা বাকি সব কিছু একই থাকে । 

সাধারণ বিষয় : এই নিয়োগ টা সাধারণত জাহাজের ক্যাপ্টেন, এয়ারকাফট এর পাইলট , নৌ কমান্ডো ও সাবমেরিনার পদ গুলোতে নিয়োগ হয় এই পদে । 

আবেদন এর যোগ্যতা

বয়স : একটা নিদিষ্ট তারিখ হতে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর পযন্ত ( বাহিনীতে কমরত দের জন্য ১৮ থেকে ২৫ বছর ) । বয়সের জন্য এফিডেভিড প্রযোজ্য নয় । 

শারিরীক যোগ্যতা ( নূনতম্য ) : 

পুরুষ : উচ্চতা : ১৬২.৫ সেন্টি.  মিটার ( ৫ ফুট  ৪ ইঞ্চি ) 

             উজন : ৫০ কেজি 

             বুকের মাপ :স্বাভাবিক : ৭৬ সে.মি. (৩০ইঞ্চি )

                                   স্ফীত : ৮১ সে.মি . (৩২ ইঞ্চি ) 


মহিলা : উচ্চতা : ১৫৫ সেন্টি.  মিটার ( ৫ফুট  ৪ ইঞ্চি  ) 

             উজন : ৪৬  কেজি 

             বুকের মাপ :স্বাভাবিক : ৭১ সে.মি. (২৮ ইঞ্চি )

                                   স্ফীত : ৭৬ সে.মি . (৩০ ইঞ্চি ) 


উচ্চতা অনুসারে সামরিক বাহিনীর নিধারিত স্কেলের অতিরিক্ত উজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে । 

শিক্ষাগত যোগ্যতা  ( নূনতম্য ) : 

 ক. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান বিভাগে ) সমমান পরিক্ষায় নূনতম্য জিপিএ - ৪.৫০ পেয়ে ‍উওীণ । উভয় পরিক্ষা গণিত ও পদাথবিজ্ঞানে নূনতম্য জিপিএ -৪.০০ থাকতে হবে । 

খ. ইংরেজি মাধ্যমের প্রাথীদের জন্য "ও" লেভেলের ৬ বিষয়ের মধ্যে নূনতম্য ৩ টিতে A গ্রেড এবং ২ টি তে B গ্রেড থাকতে হবে এবং  "এ " লেভেলের জন্য নূনতম্য ২ টি বিষয়ে B গ্রেড  পেয়ে ‍উওীণ ( উওয় পরিক্ষায় পদাথবিজ্ঞান ও গণিত সহ ) । 

গ. বাহিনীতে কমরতদের প্রাথীদের নৌ বাহিনীর উচ্চমান পরিক্ষা ( এইচইটি ) বা সমমানে বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর পরিক্ষায় উওীণ । অথবা , 

 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ( বিজ্ঞান  / বাণিজ্য বিভাগে  ) সমমান পরিক্ষায় নূনতম্য জিপিএ - ৪.৫০ পেয়ে ‍উওীণ । উভয় পরিক্ষা গণিত ও পদাথবিজ্ঞান, হিসাব বিজ্ঞান,ববস্যা সংগঠণ ও ব্যবস্থাপনায়  নূনতম্য জিপিএ -৪.০০ থাকতে হবে । 

ঘ. শুধুমাএ সরবারহ শাখার জন্য মাধ্যমিক ( ব্যবস্যা শিক্ষা ) ও উচ্চ মাধ্যমিক  ( ব্যবস্যা শিক্ষা ) নূনতম্য জিপিএ - ৪.৫০ পেয়ে উওীণ হতে হবে । উচ্চ মাধ্যমিক পরিক্ষায় হিসাব বিজ্ঞান,ববস্যা সংগঠণ ও ব্যবস্থাপনায়  নূনতম্য জিপিএ -৪.০০ থাকতে হবে । 

বৈবাহিক অবস্থা : অবিবাহিত । 

জাতীয়তা : বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক । 

আবেদন করার অয়োগ্যতা : 

১, সেনা , নৌ , বিমান বাহিনী যেকোনো বাহিনী অথবা সরাকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে । 

২, আই এস এস ভি কতৃত ২ বার প্রত্যাক্ষিত হলে । 

৩, সেনা , নৌ , বিমান বাহিনীর অপিল মেডিকেল বোড কতৃক অযোগ্য বলে বিবেচিত হলে । 

৪, যেকোনো বিচারালয় হতে দন্ড প্রাপ্ত হলে । 

৫, অসম্পূণ , এুটিপূণ এবং  এক নামে একাধিক আবেদন পএ বাতিল বলে গণ্য হবে । 

Post a Comment

0 Comments