The full details of the application of MODC and Sailor of Bangladesh Navy are discussed here.
What is in the discussion is Abden's qualifications and detailed information on all matters
বাংলাদেশের নৌ বাহিনীর নাবিক ও এম ও ডিসি পদের আবেদন বছরে ২ বার প্রকাশ করা হয় ।
এর আবেদন এর জন্য একাধিক শাখা রয়েছে । যেমন : ডিই /ইউসি ( সিম্যান , কমিউনিকেশন ও টেক্যনিক্যাল ) ( পুরুষ ) , মেডিকেল ( পুরুষ ও মহিলা ) , পোট্রোলম্যান , কুক ও এম ও ডিসি , (নৌ ) পুরুষ , রাইটার , স্টোর ও স্টূয়াড ( পুরুষ ও মহিলা ) , টোপাস ( পুরুষ )
আবেদন এর যোগ্যতা :
শারিরীক যোগ্যতা :
শাখা :
সিম্যান (পুরুষ ) : উচ্চতা : ১৬৭.৫ সে.মি. ( ৫ ফুট ৬ ইঞ্চি )
উজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ : স্বাভাবিক : ৭৬ সে.মি. ( ৩০ ইঞ্চি )
সম্প্রাসরিত : ৮১ সে.মি. ( ৩২ ইঞ্চি )
পোট্রোলম্যান ( পুরুষ ) : উচ্চতা : ১৭২.৫ সে.মি. ( ৫ ফুট ৮ ইঞ্চি )
উজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ : স্বাভাবিক : ৭৬ সে.মি. ( ৩০ ইঞ্চি )
সম্প্রাসরিত : ৮১ সে.মি. ( ৩২ ইঞ্চি )
অন্যান্য শাখা ( পুরুষ ) : উচ্চতা : ১৬২.৫ সে.মি. ( ৫ ফুট ৪ ইঞ্চি )
উজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ : স্বাভাবিক : ৭৬ সে.মি. ( ৩০ ইঞ্চি )
সম্প্রাসরিত : ৮১ সে.মি. ( ৩২ ইঞ্চি )
এম ও ডিসি ( নৌ পুরুষ ) : উচ্চতা : ১৬৭.৫ সে.মি. ( ৫ ফুট ৬ ইঞ্চি )
উজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ : স্বাভাবিক : ৭৬ সে.মি. ( ৩০ ইঞ্চি )
সম্প্রাসরিত : ৮১ সে.মি. ( ৩২ ইঞ্চি )
অন্যান্য ( মহিলা ) : উচ্চতা : ১৫৫.০ সে.মি. ( ৫ ফুট ১ ইঞ্চি )
উজন : বয়স ও উচ্চতা অনুযায়ী ।
বুকের মাপ : স্বাভাবিক : ৭১ সে.মি. ( ২৮ ইঞ্চি )
সম্প্রাসরিত : ৭৬ সে.মি. ( ৩০ ইঞ্চি )
চোখের দৃষ্টি : ৬/৬
শিক্ষাগত যোগ্যতা :
ডিই /ইউসি ( সিম্যান , কমিউনিকেশন ও টেক্যনিক্যাল ) ( পুরুষ ) : এস এস সি / সমমান , বিজ্ঞান বিভাগে জিপিএ- ৩.০০ ( নূনতম্য ) । এস এস সি পরিক্ষায় উচ্চতর গণিত ধারী প্রাথী এবং বি এন ডকইয়াড কো - অপারেটিভ সোসাইটি ট্রেকনিক্যাল ইন্সিটিউট হতে নূনতম্য এ গ্রেড প্রাপ্ত প্রাথীদের অগ্রাধিকার প্রদান করা হবে ।
মেডিকেল ( পুরুষ ও মহিলা ) : জীববিজ্ঞান সহ এস এস সি ( বিজ্ঞান ) / সমমান জিপিএ -৩.০০ ( নূনতম্য ) ।
পোট্রোলম্যান , কুক ও এম ও ডিসি , (নৌ ) পুরুষ , রাইটার , স্টোর ও স্টূয়াড ( পুরুষ ও মহিলা ) :
এস এস সি /সমমান সকল বিভাগের জিপি এ - ৩.০০ নূনতম্য ।
টোপাস ( পুরুষ ) : ৫ম শ্রেণী পাস ।
অন্যান্য শতাবলি সকল পদের জন্য :
ক , বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, খ , সাতার জানা অত্যাবশক , গ, অবিবাহিত ( তালাক প্রাপ্ত নয় ) , ঘ, বয়স : নাবিক ও মহিলা নাবিক ( ১৭ এর কম নই ২০ এর বেশি নই ) , এম ও ডিসি ( নৌ ) : ( ১৭ এর কম নই ২১ এর বেশি নই ) [ বয়সের জন্য অফিডেভিট প্রযোজ্য নয় ] ।
আবেদন এর অযোগ্যতা :
ক, বাংলাদেশ বা অন্য কোনো দেশে প্রচলিত বলবৎ যোগ্য আইন ও বিধির অধীনে গ্রেফতার , দোষী সাবস্ত , আটক, অথবা কোনো মামলায় কোনো বিচালয় এর অধীনে থাকলে ।
খ , সামরিক বাহিনী অথবা যেকোন সরকারি চাকরি হতে বহিস্কার / অপ্রসারিত হলে ।
0 Comments